I am an Electrical Engineer, graduated from BUET. I have been studying various Physics topics for a long time now and have acquired a deep knowledge in many of them. Now I want to share this knowledge with readers and students. Some of you may arise a question as to why an Engineer would be interested in Physics. Well, you must not forget that Physics and Engineering are closely related. For example: those who invented CT scan and MRI machines were Engineers (Electrical) and as a recognition of their work, talent and hard labor, both of them received Nobel prizes in Physics.
আমি একজন তড়িৎ প্রকৌশলী, বুয়েট থেকে গ্র্যাজুয়েট। আমি বহু আগে থেকেই পদার্থবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করছি এবং ফিজিক্সের বিভিন্ন টপিকে গভীর জ্ঞান অর্জন করেছি। সেগুলো এখন পাঠক ও শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে চাই। অনেকে হয়তো বলবেন, তড়িৎ প্রকৌশলী বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে পদার্থবিদ্যার প্রতি আগ্রহ কেন? তাদের উদ্দেশ্যে বলছি, পদার্থবিদ্যা এবং প্রকৌশলবিদ্যা অঙ্গাঙ্গিভাবে জড়িত। উদাহরণস্বরূপঃ সিটি স্ক্যান এবং এমআরআই মেশিন যাঁরা উদ্ভাবন করেছিলেন, তাঁরা উভয়েই প্রকৌশলী (তড়িৎ) ছিলেন এবং তাঁরা কাজের স্বীকৃতিস্বরূপ পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন।
