প্রথমতঃ বুঝতে হবে, বাল্বে ফিলামেন্টে এবং ফিউজে কী উদ্দেশ্যে তার ব্যবহার করা হয়। বাল্বের ফিলামেন্টে যে তার ব্যবহার করা হয়, তা অত্যন্ত উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করবে – এমনটা আশা করা হয়। তাই এই তারের উপাদান হিসেবে টাংস্টেন যথোপযুক্ত, কারণ তা ২৫০০ – ৩০০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রাতেও গলে না। কিন্তু ফিউজে তার ব্যবহার করা হয় অন্য উদ্দেশ্যে। অতিরিক্ত প্রবাহ গেলে তারটি গলে গিয়ে বর্তনী সংযোগ বিচ্ছিন্ন করে দিবে – এমনটিই আশা করা হয়। তাই ফিউজের তারের উপাদান হিসেবে টাংস্টেন উপযোগী নয়। কারণ এক্ষেত্রে টাংস্টেন ব্যবহার করা হলে অত্যধিক তাপমাত্রাতেও ফিউজের তার গলবে না, ফলে ফিউজ ব্যবহারের মূল উদ্দেশ্য ব্যাহত হবে।

Learn Physics
The philosophy of physics

Learn Physics
The philosophy of physics