বৈদ্যুতিক পাখার গতি নিয়ন্ত্রণ করা যায় রিওস্ট্যাট ব্যবহারের মাধ্যমে, যা একটি পরিবর্তনশীল রোধ। এটি ফ্যানের (কয়েলের) সাথে সিরিজে যুক্ত থাকে। রিওস্ট্যাটের মান শূন্য হলে সমস্ত ভোল্টেজ পায় ফ্যানটি, তখন এটি সর্বোচ্চ গতিতে ঘোরে। কিন্তু রিওস্ট্যাটের মান বাড়ানো হলে তড়িৎপ্রবাহের মান হ্রাস পায় এবং কিছুটা ভোল্টেজ রিওস্ট্যাটেও খরচ হয়, অর্থাৎ ফ্যান তখন সম্পূর্ণ ভোল্টেজ পায় না। রিওস্ট্যাটের মান আরো বাড়ানো হলে তড়িৎপ্রবাহ (I) এবং ফ্যানের প্রান্তীয় বিভবপার্থক্য (V) আরো হ্রাস পায়। যেহেতু তড়িৎক্ষমতা, P = VI , তাই তখন ফ্যান আরো কম ক্ষমতায় , অর্থাৎ ধীরে চলে। তবে রিওস্ট্যাটের মান যত বাড়ানো হয়, I হ্রাস পাওয়ায় এবং মোট বিভবপার্থক্য (220 V) ধ্রুব থাকায় মোটের ওপর বিদ্যুৎ খরচ কম হয়।

Learn Physics
The philosophy of physics

Learn Physics
The philosophy of physics